শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশদেওয়ানগঞ্জে পাঁচ ইটভাটায় অভিযান, জরিমানা ১৫ লাখ

দেওয়ানগঞ্জে পাঁচ ইটভাটায় অভিযান, জরিমানা ১৫ লাখ

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)

সম্পর্কিত সংবাদ

দেওয়ানগঞ্জের ছাড়পত্রবিহীন পাঁচ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ।

অবৈধ ইটভাটাগুলো হলো, দুর্গা ব্রিকস, মেঘনা ব্রিকস, যমুনা ব্রিকস, সেফিড ব্রিকস, এ বি ব্রিকস। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি প্রমুখ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, আমরা সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি

আরও খবর