শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশচকরিয়ায় অভিযানে দুই একর বনভূমি উদ্ধার

চকরিয়ায় অভিযানে দুই একর বনভূমি উদ্ধার

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

সম্পর্কিত সংবাদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের উত্তর পাহাড়তলী বাদশারটেক এলাকায় বনবিভাগ কর্তৃক অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দুই একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়েছে। এ সময় অবৈধ দখল থেকে উদ্ধার করা বনভূমির জায়গায় লাল পতাকা টাঙিয়ে বন বিভাগের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমানের নির্দেশে কাকারা বনবিট কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় বন বিটের স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা অংশ গ্রহণ করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীন। তিনি বলেন, দখলবাজ চক্রের তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়ে অভিযানে কাকারা মৌজার সংরক্ষিত বনভূমির আর.এস-৪৮৫০ ও বি.এস- ১১৫২০ নম্বর দাগের দুই একর বনভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্বারকৃত বনভূমির অনুমানিক দাম ৫০ লাখ টাকা হবে।
তিনি বলেন, উচ্ছেদ অভিযানের মাধ্যমে বনবিভাগের মালিকানাধীন এলাকাটি সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনভূমি দখলে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীন।
কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমান বলেন, সরকারি সংরক্ষিত বনভূমি রক্ষাকল্পে বনকর্মীদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগের মালিকানাধীন জায়গা কোনো অবস্থাতে আর কেউ দখল করতে পারবে না। সেই লক্ষ্যেই বনকর্মীরা সবসময় সজাগ দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি

আরও খবর