রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরঅর্থ-বাণিজ্যবাংলাদেশের বাজারে টেকনো’র নতুন স্মার্টফোন স্পার্ক ৪০ ফাইভজি

বাংলাদেশের বাজারে টেকনো’র নতুন স্মার্টফোন স্পার্ক ৪০ ফাইভজি

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন স্পার্ক ৪০ ফাইভজি। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর, ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ডুয়াল ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা সহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম (৪ জিবি এক্সটেন্ডেড)।

স্মার্ট এআই ফিচার হিসাবে ডিভাইসটিতে রয়েছে টেকনো’র পার্সোনাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আস্ক এলা; পাশাপাশি, প্রতিদিনের কাজ, মেসেজ ও তথ্য খোঁজার জন্য রয়েছে এআই রাইটিং, এআই সার্চ ও এআই ট্রান্সলেটের মতো টুলস। ফোনে টেকনো ফ্রি লিঙ্ক নামক একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যেন নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও ব্যবহারকারীরা কল ও টেক্সট পাঠাতে পারেন।

ডিভাইসটির আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স অতিরিক্ত ডিউরেবিলিটি যোগ করে; এছাড়াও, আইআর রিমোট কন্ট্রোলের মাধ্যমে সহজে হোম এন্টারটেইনমেন্ট ডিভাইসগুলো ফোন থেকে পরিচালনা করা যায়। মুভি দেখা, গেম খেলা সহ কন্টেন্ট উপভোগ করতে এতে ডিটিএস সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটির দাম ১৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

সম্প্রতি

আরও খবর