সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরঅর্থ-বাণিজ্যসোনার দাম ভরিপ্রতি তিন দিনে কমেছে ১৫ হাজার টাকার বেশি

সোনার দাম ভরিপ্রতি তিন দিনে কমেছে ১৫ হাজার টাকার বেশি

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের বাজারে আবারও বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। টানা তৃতীয় দিনের মতো দাম কমিয়ে দিয়েছে জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা, যা আগের তুলনায় ১০ হাজার ৪৭৪ টাকা কম।

গত তিন দিনে মোট ১৫ হাজার ১৮৭ টাকা কমেছে সোনার দাম। চার দফায় ভরিপ্রতি কমেছে মোট ২৩ হাজার ৫৭৩ টাকা।

বৈশ্বিক দরপতনের প্রভাব

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সোনার দামের এ বড় পতনের মূল কারণ আন্তর্জাতিক বাজারে দরপতন। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

স্থানীয়ভাবে পাইকারি বাজারে ‘তেজাবি সোনা’ বা পিওর গোল্ডের দাম কমলেও আন্তর্জাতিক দরপতনই প্রধান কারণ বলে জানিয়েছে সমিতি।

নতুন দর কার্যকর আজ থেকে

জুয়েলার্স সমিতি গতকাল (মঙ্গলবার) রাতে দাম কমানোর ঘোষণা দেয়। আজ বুধবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী—

* ২২ ক্যারেট সোনা: ভরিপ্রতি ১০,৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১,৯৩,৮০৯ টাকা।

* ২১ ক্যারেট সোনা: কমেছে ৯,৯৯৬ টাকা, নতুন দাম ১,৮৫,০০৩ টাকা।

* ১৮ ক্যারেট সোনা: কমেছে ৮,৫৭৩ টাকা, নতুন দাম ১,৫৮,৫৭২ টাকা।

* সনাতন পদ্ধতির সোনা: কমেছে ৭,৩১৪ টাকা, নতুন দাম ১,৩১,৬২৮ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দামে বড় পতন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে প্রতি ভরি রুপার দাম—

* ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা

* ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

* ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

* সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

জুয়েলার্স সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক বাজারে স্থিতি না ফিরলে দেশীয় বাজারেও সোনার দামে আরও ওঠানামা হতে পারে।

সম্প্রতি

আরও খবর