সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরঅর্থ-বাণিজ্যসূচকের পতনে সপ্তাহ শুরু, দর হারিয়েছে তিন শতাধিক শেয়ার

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর হারিয়েছে তিন শতাধিক শেয়ার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ৩০৬ কোম্পানির। অন্যদিকে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার,(৩০ নভেম্বর ২০২৫) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১০৪৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৯১৭ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭টি কোম্পানির, বিপরীতে ৩০৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর সর্বোচ্চ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির ১৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৮ লাখ টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর টাকা ২ টাকা ৪০ পয়সা বা ১৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স । কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর ১০ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন্স স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং, জিএসপি ফাইন্যান্স, এপোলো ইস্পাত এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের। এদিন কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন । কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালসের দর বেড়েছে ৫ দশমিক ২৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসি, সোনালী আঁশ, লিগাসি ফুটওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।

সম্প্রতি

আরও খবর