রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরঅর্থ-বাণিজ্যসংসদ নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা

সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা যাতে নির্বিঘে্ন আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছুটির দিনেও বিশেষ ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার, (২৫ ডিসেম্বর ২০২৫) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে এবং ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় ‘হেল্পডেস্ক’ চালু করা হয়েছে, যেখানে প্রার্থীরা অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা নিতে পারবেন।

হেল্পডেস্কের কার্যক্রমের বিস্তারিত সময়সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান: কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্থান: ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকা। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ে প্রার্থীদের জন্য একই সেবা চালু থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীরা তাদের আয়কর রিটার্ন সহজে দাখিল করতে পারবেন।

সম্প্রতি

আরও খবর