সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরক্যাম্পাসহৃদরোগে প্রাণ গেলো জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমানের

হৃদরোগে প্রাণ গেলো জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমানের

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০ টায় তাকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সাংগঠনিক কাজ শেষে হাসিব হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এমতাবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ন্যাশনাল মেডিকেলের কর্তব্যরত ডাক্তার মো. মাহমুদ বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

সম্প্রতি

আরও খবর