রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরক্যাম্পাসছাত্রলীগের রাবি শাখার সাবেক নেতা আটক

ছাত্রলীগের রাবি শাখার সাবেক নেতা আটক

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত সংবাদ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক হল শাখার সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

আটক মো. সাহাদাত হোসেন রাবির সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা গত ২০ এপ্রিল পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন।

আটকের বিষয়ে জানতে চাইলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে আমরা তাকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সার্বিক বিষয় আমলে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্প্রতি

আরও খবর