আগামী ১৭ ডিসেম্বরই শাকসু নির্বাচনের ভোট নেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ এ তারিখ ঘোষণা করেন।
রোববার, (১৬ নভেম্বর ২০২৫) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও শাকসু নির্বাচন এগিয়ে আনার দাবিতে আন্দোলন করছে ছাত্রশিবিরসহ কয়েকটি সংগঠন। এই দাবিতে গত শুক্রবার মধ্যরাত থেকে পরদিন ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করে রাখে তারা। তবে ছাত্রদলের পক্ষ থেকে ১৭ ডিসেম্বর ভোটগ্রহণের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।



