সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরনগর-মহানগরঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সোমবার সকালে রাজধানীর বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে লং মার্চ করে তারা শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

ঢাকা কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ রবিন বলেন, “অধ্যাদেশ কবে জারি হবে— সেটা স্পষ্ট না করা পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না।”

এদিকে বিক্ষোভ ঘিরে পুলিশ সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড দিয়েছে। ফলে শিক্ষা ভবনের আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। তবে সময়ের সঙ্গে শিক্ষার্থীরা ঢাবির ‘হয়রানি ও প্রশাসনিক জটিলতা’র অভিযোগ তুলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ আন্দোলন নতুন গতি পায়। শিক্ষা মন্ত্রণালয় তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরির জন্য।

পরে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে আরেকটি কমিটি অধ্যাদেশের খসড়া প্রণয়ন করে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া প্রকাশ করে অংশীজনদের মতামত নেয়।

শিক্ষার্থীরা বলছেন, অধ্যাদেশ প্রকাশের এক মাস পেরিয়ে গেলেও এখনো তা জারি হয়নি। তাই দ্রুত অধ্যাদেশ জারি করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আইনি কাঠামো দেওয়ার দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছেন।

সম্প্রতি

আরও খবর