প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে উদীচী শিল্পীগোষ্ঠীর গানের মিছিল আটকে দিয়েছে পুলিশ।
রোববার,(০৯ নভেম্বর ২০২৫) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে উদীচী শিল্পীগোষ্ঠী এ গানের মিছিল শুরু করে। গানের মিছিলটি সেগুনবাগিচায় শিল্পকলা ভবনের সামনে এলে পুলিশ বাধা দেয়।
এ সময় উদীচীর শিল্পীরা বলেন, তারা গানের মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার গেট পর্যন্ত যাবেন। প্রধান উপদেষ্টাকে গান শোনাবেন। কিছুক্ষণ তর্কবিতর্কের পর পুলিশ গানের মিছিল ছেড়ে দেয়, ২ মিনিট পর মিছিলটি পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় অতিক্রম করার পর আবার সেটিকে থামিয়ে দেয় পুলিশ। তারপর আর মিছিলটিকে সামনে যেতে দেয়নি পুলিশ।
এ সময় সড়কে অবস্থান করে গান পরিবেশন করে উদীচীর শিল্পীরা। উদীচী শিল্পীগোষ্ঠীর সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ বলেন, ‘আমরা গানের মিছিল নিয়ে যমুনার অভিমুখে যাচ্ছিলাম। কিন্তু শেখ হাসিনা যেভাবে যেকোনো শান্তিপূর্ণ মিছিল পুলিশ দিয়ে দমনের চেষ্টা করতো, বর্তমান ইউনূস সরকারও একইভাবে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। আমরা জানি না, এ সরকার কেন গানকে ভয় পায়।’
গানের মিছিলে শিল্পীদের হাতে ‘শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়াও’, ‘আমরা চাই, হাসি-গানে মুখরিত বাংলাদেশ’, ‘আর কিছু চায় না মনে গান ছাড়া’সহ বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড দেখা যায়।
এর আগে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছিলো, রোববার বিকেলে
প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে তারা “উদীচী থেকে যমুনা”গানের মিছিল করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ধর্মভিত্তিক কয়েকটি দলের হুমকির মুখে সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে, যার মধ্য দিয়ে মূলত একটি বিশেষ গোষ্ঠীর কাছে সরকারের নতজানু চরিত্রের প্রকাশ পেয়েছে বলে মনে করে উদীচী।



