ঢাকার মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার বেলা ১টার দিকে ঢাকার ভেতরে চলাচল করা বাসটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহ আলী থানার ওসি গোলাম আযম।
বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়লেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিন ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে।
ঢাকার কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পুড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। অন্যদিকে রাজধানীর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। তবে দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে। এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, মোহাম্মদপুরে একটি প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়েছে।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।



