রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরনগর-মহানগরবিটিআরসির তহবিল আত্মসাৎ মামলা: ১২ আসামির জামিন বাতিল

বিটিআরসির তহবিল আত্মসাৎ মামলা: ১২ আসামির জামিন বাতিল

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের প্রায় ৫৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ১২ আসামির জামিন আদালত বাতিল করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের জামিন বাতিলের আবেদন নিয়ে শুনানি করে এই আদেশ দেন।

এর আগে গত ২৭ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত ওই ১২ আসামিকে জামিন দিয়েছিলেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামীদের তালিকায় রয়েছেন আইজিডব্লিউ অপারেটরস ফোরামের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।

বিটিআরসির পক্ষে গত ১৮ সেপ্টেম্বর গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত করেছে।

মামলার দলিলে আরও উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক গেটওয়ে খাত কুক্ষিগত করে আইওএফ নামে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। অভিযোগ রয়েছে যে সালমান এফ রহমানের নির্দেশনায় প্রতি মাসে আইজিডব্লিউ অপারেটরদের বিপুল অঙ্কের অর্থ বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে জমা দিতে হতো, যদিও এই প্রতিষ্ঠানটির নামে আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্স নেই। মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের নামে অর্থ সংগ্রহ করা হলেও এর প্রকৃত ব্যবহার সম্পর্কে আইজিডব্লিউ অপারেটররাই অবগত নন বলে মামলায় দাবি করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর