রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরনগর-মহানগরহাই কোর্ট এলাকায় ড্রামে খণ্ডিত লাশ উদ্ধার 

হাই কোর্ট এলাকায় ড্রামে খণ্ডিত লাশ উদ্ধার 

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ঢাকার হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেইটের কাছে পরিত্যক্ত দুটি ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিত্যক্ত নীল রঙের দুটি ড্রাম দেখে সন্দেহ হয় গেইটের কাছে। পরে সেগুলো খুলে একটিতে চাল এবং অন্যটিতে মানুষের দেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।

মাসুদ আলম বলেন, “লাশের মাথার অংশটুকু স্পষ্ট বোঝা যায়। মুখে দাঁড়িও রয়েছে।” তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকেই ড্রাম দুটি সেখানে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে ডাকেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল একটি বিশেষ রাজনৈতিক দিন, যেদিন ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। হাই কোর্টের সামনে ও পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। এমন পরিস্থিতির মধ্যেই লাশ ও চালের ড্রাম দুটি হাই কোর্ট এলাকায় পাওয়া যায়।

সম্প্রতি

আরও খবর