সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরনগর-মহানগর২১ নভেম্বর সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

২১ নভেম্বর সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ওই দিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত, সকল প্রকার যানবাহন সকাল ৭টা-১১টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

রোববার,(১৬ নভেম্বর ২০২৫) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী এসব তথ্য জানিয়েছেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ সর্বসাধারণের দেখার জন্য বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

দর্শনার্থীরা যেখানে যাবেন- ঢাকার সদর ঘাট; চট্টগ্রামের নেভাল বার্থ/বিএন আরআরবি; খুলনার নেভাল বার্থ ও রকেট ঘাট সেই সঙ্গে খুলনার দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর; বরিশালের বিআইডব্লিউটিএ ঘাট; চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাট।

সম্প্রতি

আরও খবর