রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরনগর-মহানগরধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের পিকআপে হামলা, উত্তেজনা রোধে সেনা...

ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের পিকআপে হামলা, উত্তেজনা রোধে সেনা মোতায়েন

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউমার্কেটের দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস মিরপুর সড়কে চলছিল। গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীত পাশে পৌঁছালে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুঁড়ে। এতে গাড়ি দুটির কাচ ভেঙে যায়, তবে কেউ আহত হননি।

এর আগে দুপুর সাড়ে তিনটার দিকে একই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

দুপুরের দিকে বিক্ষোভকারীরা দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গিয়েছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা চালায়। সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে তাদের অবস্থান ধরা পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন এবং শক্ত অবস্থানে রয়েছেন।

পুলিশ ও সেনা প্রশাসন বলেছে, এই উত্তেজনা মূলত জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে।

সম্প্রতি

আরও খবর