রাজধানীর মেট্রোরেল লাইনে ড্রোন পড়ে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত মোট ৯ মিনিট মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মেট্রোরেলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অংশে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করা হয়।
তিনি বলেন, “উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। প্রায় আট মিনিট বন্ধ রাখার পর ড্রোন অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু করা হয়েছে।”
তবে কার বা কোথা থেকে ড্রোনটি উড়ানো হয়েছিল— সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।
ঘটনার কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।



