বিশিষ্ট কবি ও চিন্তক মো. ফয়েজ আলমের কবিতা নিয়ে এবারের চারুকণ্ঠ আবৃত্তি সংসদের ত্রৈমাসিক আবৃত্তি আয়োজন ‘বিনম্র রোদের ছায়া’র ৩৭তম পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে। গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজনে অতিথি আলোচক ছিলেন কবি ও কথাশিল্পী জোহরা পারুল এবং গবেষক ও নাট্যসমালোচক আবু সাঈদ তুলু। আয়োজনের প্রথম পর্বে চারুকণ্ঠের আবৃত্তিশিল্পীরা ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা কবির নির্বাচিত কবিতা আবৃত্তি করেন। দ্বিতীয় পর্বে কবির কবিতা ও চিন্তাজগতের নানা বিষয়ে তথ্য ও তত্ত্বভিত্তিক আলোচনায় অংশ নেন গবেষক ও নাট্যসমালোচক আবু সাঈদ তুলু। কবির লেখার জগৎ ও পারিবারিক জীবন নিয়ে বক্তব্য দেন কবি ও কথাশিল্পী জোহরা পারুল। অনুষ্ঠানে কবি খলিল মজিদ, মামুন খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই চারুকণ্ঠের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জিএম মোরশেদ স্বাগত বক্তব্যে ‘বিনম্র রোদের ছায়া’র প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর চারুকণ্ঠের সাধারণ সম্পাদক ফারজানা রোজী কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। কবিতা আবৃত্তির পর্বে দেশবরেণ্য কবি ও আবৃত্তিকার ফয়জুল আলম পাপ্পুু ও রফিকুল ইসলাম সহ পর্যায়ক্রমে কবির কবিতা আবৃত্তি করেন দিলশাদ জাহান পিউলী, সুস্মিতা হক, রুবাইয়া রুমকি, আনোয়ার পারভেজ, কাজী রাজেশ, অনন্যা সাহা, মুরাদ হোসেন, সৈয়দ আশিকুল ইসলাম, মোফাজ্জেল হোসেন সবুজ, জেসমিন বন্যা, হিমেল অনার্য, আসমা মালিহা, জিএম মোরশেদ, শিখা সেনগুপ্ত, মুহ. সিদ্দিকুর রহমান পারভেজ ও ফারজানা রোজী।
দ্বিতীয় ও শেষ পর্বের শুরুতে কবি ও অতিথিদের শুভেচ্ছা স্মারক হিসেবে উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেন চারুকণ্ঠের সদস্যরা। এ পর্বে সভায় সভাপতিত্ব করেন চারুকণ্ঠের সহ-সভাপতি আনোয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত অধিকারী।



