সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরনগর-মহানগরপুরনো মোবাইল ফোন আমদানিতে শর্তসাপেক্ষ অনুমোদন, ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন সুযোগ

পুরনো মোবাইল ফোন আমদানিতে শর্তসাপেক্ষ অনুমোদন, ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন সুযোগ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে সরকার শর্তসাপেক্ষে পুরনো ফোন আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোন মডেলের পুরনো ফোন বিদেশ থেকে আনা যাবে, তা সরকার নির্ধারণ করে দেবে।

দেশে ব্যবহৃত মোবাইল ফোনের তথ্যভাণ্ডার এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) ব্যবস্থা চালু করার প্রক্রিয়াকে কেন্দ্র করে আন্দোলনরত ‘আনঅফিসিয়াল’ বা ‘গ্রে মার্কেটের’ ফোন ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত বহুপক্ষীয় সভায় সিদ্ধান্ত হয়— অবৈধ বা আনঅফিসিয়াল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। সরকারের ঘোষণামতে আগামী ১৬ ডিসেম্বর থেকেই দেশে এনইআইআর ব্যবস্থা চালু হবে।

সম্প্রতি

আরও খবর