রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপেক্স ভবনের ছাদের ওপরের গোডাউন আগুনে পুড়ে গেছে। শুক্রবার,(২৬ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর শুনে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিভিয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) মামুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে বাণিজ্যিক ভবনটির ৮ তলার ছাদের ওপরের গোডাউনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৬টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। তারা সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আগুন পুরোপুরি নিভে যায়।
খোজ নিয়ে জানা গেছে, আগুন লাগার পরপরই ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনেকেই দোকান বন্ধ করে বেরিয়ে যায়। আবার অনেকেই দোকান থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে তাড়াহুড়ো কওে বেরিয়ে আসে। আশপাশের মার্কেটের ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের ওপরে আগুন লাগায় নিচতলার কাপড়সহ বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন। আবার জীবন বাঁচাতে অনেকেই নিচে নেমে গিয়ে নিরাপদ স্থানে চলে যায়। মার্কেটের উত্তর ও পশ্চিম পাশের ফুটপাতের ব্যবসায়ীরা আগুন আতঙ্কে নিরাপদে চলে যান।
সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের টিম তদন্ত করছেন। আর মার্কেটের ছাদে গোডাউন করার অনুমোদন ছিল কিনা তাও খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানা গেছে।



