জানাজা অনুষ্ঠানের অনেক আগেই মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গুলশানে তারেক রহমানের বাসা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছে।
তাকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ এলাকা ও আশপাশের এলাকায় জড়ো হন।
দুপুর ৩ টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজা নামাজ হয় ।



