বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরঅপরাধ ও দুর্নীতিনতুন মামলায় রাশেদ মেনন, দস্তগীর গাজী, পলক ও আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

নতুন মামলায় রাশেদ মেনন, দস্তগীর গাজী, পলক ও আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

জুলাই আন্দোলন ঘিরে বনানী থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

বনানী থানার এসআই ইয়াছির আরাফাত গত ২৫ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এদিন শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন আদালত। বুধবার শুনানিতে চার আসামিকেই আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বলে জানান প্রসিকিউশনের এসআই মোক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই দুপুরে কারখানার কর্মী মো. শাহজাহান (২২) মহাখালী ফ্লাইওভারের নিচে জুলাই আন্দোলনের মিছিলে যোগ দেন। সেখানে গুলিবিদ্ধ হন তিনি।

পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, গত ১৮ ডিসেম্বর নিহত শাহজাহানের মা সাজেদা বেগম বনানী থানায় শেখ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

সম্প্রতি

আরও খবর