সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরঅপরাধ ও দুর্নীতি‘দুর্নীতি’: বেনাপোল কাস্টমসের সেই কর্মকর্তা বরখাস্ত

‘দুর্নীতি’: বেনাপোল কাস্টমসের সেই কর্মকর্তা বরখাস্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

যশোরের বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেয়ার দায়ে’ গ্রেপ্তারের পর এবার সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি। শামীমা আক্তারকে গত ৭ অক্টোবর গ্রেপ্তার করে দুদক। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ সংস্থাটি তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়েছে, ‘যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, যেহেতু সরকার তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করতে প্রয়োজন ও সমীচীন মনে করে, সেহেতু তাকে সাময়িক বরখাস্ত করা হল।’ সাময়িক বরখাস্তকালে শামীমা আখতার খোরপোষ ভাতা পাবেন বলে আইআরডি জানিয়েছেন।

এর আগে ৬ অক্টোবর বিকেলে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা। তিনি যশোর কোতয়ালী থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার, হাসিবুর বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।

সম্প্রতি

আরও খবর