মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্যাব পরিচয়ে গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ ১১ হাজার টাকা ডাকাতির ঘটনায় মামলার অন্যতম আসামি মো. নয়ন সিকদারকে (৩২) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল সোমবার সকালে ঢাকার কোতোয়ালী থানাধীন ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি জানান, ২০২৪ সালের ১৬ নভেম্বর দুপুরে গার্মেন্টস ব্যবসায়ী রানা তালুকদার লালন (৪৫) জমি কেনার জন্য স্বর্ণ বিক্রি ও ধার করে ৩০ লাখ ১১ হাজার টাকা সংগ্রহ করেন। টাকা নিয়ে তিনি আব্দুল্লাহপুর পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দ্বিতীয় ধলেশ্বরী সেতুর ঢালে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতি রোধ করে। মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা ৬,৭ জন ব্যক্তি নেমে এসে রানা তালুকদারকে মামলার আসামি পরিচয়ে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তারা গামছা দিয়ে চোখ, মুখ, হাত ও পা বেঁধে মারধর করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
একপর্যায়ে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। নঘটনার দুই দিন পর রানা তালুকদার বাদী হয়ে সিরাজদিখান থানায় ডাকাতির মামলা দায়ের করেন।
মামলার তদন্তে সহায়তা করে র্যাব-১০ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নয়ন সিকদারের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন সিকদার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী গ্রামের মৃত আনসার সিকদারের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় অস্ত্র ও দস্যুতার মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।



