শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরঅপরাধ ও দুর্নীতিমোহনপুরে শটগান, স্পিড বোর্টসহ ৫ ডাকাত আটক

মোহনপুরে শটগান, স্পিড বোর্টসহ ৫ ডাকাত আটক

প্রতিনিধি, চাঁদপুর

সম্পর্কিত সংবাদ

চাঁদপুরের মোহনপুরে মেঘনা নদীর বালু সন্ত্রাস কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে ১ বিদেশি শটগান, ১টি স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্ট গার্ড। গত মঙ্গলবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড নিউজ, চাঁদপুর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাধরণের অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এদিন সকালে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বাল্কহেড এ ডাকাতির সময় ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি, ৬টি মোবাইল, ১টি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে আটক করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ ও চাঁদপুর সীমানায় রাতের অন্ধকারে মেঘনা নদীর বালু অবৈধভাবে উত্তোলন ও বিক্রি কার্যক্রমে প্রভাব বিস্তার করার জন্য কিবরিয়া মিয়াজিসহ কয়েকটি সন্ত্রাসী চাঁদাবাজ ও ডাকাত গ্রুপ রাজনৈতিক দলের ছাত্র ছায়ায় দীর্ঘদিন যাবত অপকর্ম করে আসছে। নদীতে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি নিয়ন্ত্রণ এবং নৌ যানে সন্ত্রাস ও চাঁদাবাজিতে তাদের এই প্রভাব বিস্তার কে কেন্দ্র করে বিভিন্ন সময় বালু সন্ত্রাস চাঁদাবাজ ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে একাধিকবার। এসব ঘটনায় গুলিতে কয়েকজন মারা যাওয়া।

সম্প্রতি

আরও খবর