রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসংস্কৃতিসত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বরাদ্দ বাতিল, ‘শরৎ উৎসব’ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বরাদ্দ বাতিল, ‘শরৎ উৎসব’ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শরৎ উৎসব আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই।

অনুমতি বাতিলের সিদ্ধান্ত

শনিবার চারুকলা অনুষদ অফিসে ডিন অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ডিন বলেন, “অনুসন্ধান ও যাচাই-বাছাই করে দেখা গেছে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে তাদের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা করে উৎসবের অনুমতি বাতিল করা হয়েছে।”

গত বৃহস্পতিবার ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ’ নামে একটি প্ল্যাটফর্ম সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে সংগঠনটিকে ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট’ বলে উল্লেখ করা হয়।

ডিন বলেন, “অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের গেটে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত করা পোস্টার টানানো হয়। এতে শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অনুষ্ঠানটি প্রথমে স্থগিত এবং পরে বাতিল করা হয়।”

নতুন আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়

চারুকলা অনুষদের ডিন জানান, আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘শরৎ উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হবে।

“চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এবং সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় উৎসবটি আয়োজন করা হবে,” বলেন তিনি।

ডিন আরও বলেন, “চারুকলা অনুষদ সবসময় দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্য লালন করে আসছে। সাংস্কৃতিক সংগঠনগুলোকে উৎসব আয়োজনের জন্য আমরা সহযোগিতা করে থাকি। সেই রীতিতেই সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে অনুমতি দেওয়া হয়েছিল।”

সভায় উপস্থিত ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

তিনি বলেন, “চারুকলা অনুষদ আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমরা তথ্য গোপন করেছি। আবেদনপত্রে যা যা দিতে হয়, আমরা সবই দিয়েছি। সেই অনুযায়ী আমাদের ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল। এখন কেন বাতিল করা হলো, তা বোধগম্য নয়। হতাশ হওয়া ছাড়া আর কিছু বলার নেই।”

সম্প্রতি

আরও খবর