শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরশিক্ষাজাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ঢাকা কলেজে শিক্ষকদের ওপর ‘হামলার’ ঘটনার জেরে দেশের সরকারি কলেজগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। এ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিক বিজ্ঞপ্তি জারি করে জানায়, ‘অনিবার্য কারণবশত’ মঙ্গলবারের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের গণিত ও উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক ষষ্ঠ পত্রের পরীক্ষা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষার তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে।

এর আগে সোমবার দুপুরে ঢাকা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ‘হাতাহাতি’: সরকারি কলেজগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা

সম্প্রতি

আরও খবর