শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরশিক্ষা৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার ২ নভেম্বর শুরু

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার ২ নভেম্বর শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার,(২৩ অক্টোবর ২০২৫) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।

নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেয়া হবে।

বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ১৯ অক্টোবর এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন এক হাজার ২১৯ জন প্রার্থী।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ বিসিএসে আবেদন করা তিন লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় এক লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেয়, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

সম্প্রতি

আরও খবর