শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরশিক্ষাবেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি ও ইউএনও

বেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি ও ইউএনও

নিজস্ব বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির (আহ্বায়ক কমিটি) মেয়াদ শেষ হয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলাপর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তার প্রতিনিধি।

গত ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে পরিপত্রটি জারি হয়।

‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’ অনুযায়ী এই পরিপত্র জারি করা হয়।

বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ও নিয়মিত কমিটি গঠনে আদালতের স্থগিতাদেশ থাকায় এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা ছাড় করা এবং অন্যান্য দৈনন্দিন বা রুটিন কাজ সম্পন্ন করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

সম্প্রতি

আরও খবর