শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরশিক্ষাঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু

ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ঢাকা বিভাগের ১০০ স্কুলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পুরোপুরি বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল, গ্রিন সেভার্স এবং বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবারের এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’ শুরু হলো।

ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে এসব স্কুল নির্বাচন করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করা এই উদ্যোগের লক্ষ্য।

এই ক্যাম্পেইনের আওতায় স্কুলগুলোতে গড়ে উঠবে ইকো অ্যাওয়ারনেস গ্রিন ক্লাব। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, কাগজের ব্যাগ, গিফট র‌্যাপ ও কাগজের খেলনা তৈরি করা শিখবে। পাশাপাশি প্রতিটি স্কুলে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি দেখা হবে।

প্রকল্পটি সরাসরি প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে যুক্ত করবে। পরোক্ষভাবে উপকৃত হবেন ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটির সদস্য।

চুক্তি অনুযায়ী গ্রিন সেভার্স প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে। বিএসআরএম ফাউন্ডেশন ‘কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি’ (সিএসআর) কাঠামোর আওতায় অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা দেবে। পরিবেশ অধিদপ্তর নীতিগত দিকনির্দেশনা দেবে এবং শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনীতে সরকারি সহযোগিতা করবে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, স্কুল থেকেই প্লাস্টিকমুক্ত জীবনের শিক্ষা দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেরাই আগামীতে পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে।

সম্প্রতি

আরও খবর