বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
হোমখবরপ্রবাসলন্ডনে এ্যাডভোকেসি ফর গ্রীণ এনার্জির জলবায়ু সেমিনার

লন্ডনে এ্যাডভোকেসি ফর গ্রীণ এনার্জির জলবায়ু সেমিনার

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

পরিবেশবাদী সংগঠন – এ্যাডভোকেসি ফর গ্রীণ এনার্জির উদ্যোগে “কপ ৩০: ইউনাইটেড ফর ক্লাইমেট অ্যাকশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ইলফোর্ডের ক্যানেথমোর থিয়েটারে।

সংগঠনের প্রধান সংগঠক সলিসিটর সৈয়দ ইকবাল সূচনা বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিপদ এবং মানুষের করণীয় নিয়ে আলোচনা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেবার দলের এমপি জেস আতওয়াল।

সংগঠনের অন্যতম সংগঠক সৈয়দ জাফরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞানী ড. পারভেজ হ্যারিস, ব্যারিস্টার আল মোস্তাকিম ও স্থানীয় কাউন্সিলর জ্য ব্লাকম্যান।

গত শনিবার ১৫ ই নভেম্বর অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক সৈয়দা তামান্না ইকবাল, কাজী কল্পনা, এ্যারিনা সিদ্দিকা সুপ্রভা অনুষ্ঠানে সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

অনুষ্ঠানে কাজী কল্পনার নেতৃত্বে শিশুশিল্পীদের নিয়ে পরিবেশবাদী ফোরামের গান পরিবেশন করা হয়।

সম্প্রতি

আরও খবর