সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরআন্তর্জাতিকশান্তি আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ: আফগানিস্তানকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

শান্তি আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ: আফগানিস্তানকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে দুই দেশের মধ্যে “বড় পরিসরের যুদ্ধ” শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

শনিবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা রোববার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে শিয়ালকোটে এক বক্তব্যে আসিফ বলেন, “আমাদের কাছে বিকল্প আছে—যদি কোনো চুক্তি না হয়, তাহলে বিস্তৃত যুদ্ধ শুরু হবে। তবে আমি দেখছি, তারা (আফগানিস্তান) শান্তি চায়।”

এর আগে প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। ওই সংঘাতে বহু মানুষ নিহত হন এবং কয়েকশ আহত হন।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে এখন “কার্যকর পর্যায়ের” আলোচনা চলছে। তুরস্কের কূটনৈতিক মহল আশা করছে, এই আলোচনার মধ্য দিয়ে সীমান্ত উত্তেজনা প্রশমিত হয়ে স্থায়ী সমাধান আসবে।

আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। তবে পাকিস্তান তাদের প্রতিনিধি দলের নাম প্রকাশ করেনি।

গত রোববার দোহায় ঘোষিত যুদ্ধবিরতি এখনও বলবৎ আছে। তবে দুই দেশের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ বিতর্কিত সীমান্ত—ডুরান্ড লাইন—নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে। আফগানিস্তান এখনো এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

পাকিস্তানের অভিযোগ, জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালায়। আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও সম্প্রতি সীমান্তে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

সম্প্রতি

আরও খবর