রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরআন্তর্জাতিকভারতের অনুমতি মেলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারীতে আটকা

ভারতের অনুমতি মেলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারীতে আটকা

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে। ভারতের অনুমতি না মেলায় পণ্যবাহী কনটেইনারটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন জানান।

বন্দর সংশ্লিষ্টরা জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো ছয় ধরনের পণ্যের কনটেইনারটি গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি, শ্যাম্পুসহ আরও কিছু পণ্যের চালানটি ভুটানে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ-ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি চালান ভুটানে যাবে।

চট্টগ্রাম থেকে কনটেইনারটি গত ২৮ নভেম্বর বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। এরপর ২৮ ও ২৯ নভেম্বর কয়েক দফা প্রচেষ্টা চালিয়েও সেটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। কারণ, চালানটি নিতে ভারতের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের অনুমোদন এখনও মেলেনি।

বেনকো লিমিটেডের প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি বুড়িমারীতেই আছে।

সম্প্রতি

আরও খবর