শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরআন্তর্জাতিকগুয়াতেমালার বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৯

গুয়াতেমালার বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৯

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ১৫ জন নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন।

বাসটি ইন্টার-আমেরিকান মহাসড়ক থেকে ছিটকে গিরিসঙ্কটে পড়ে যায় বলে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লেয়ান্দ্রো আমাদো সাংবাদিকদের বলেন, “এই সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে।”

ঘটনাস্থল থেকে আহত প্রায় ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির পশ্চিমাঞ্চলীয় সোলোলা বিভাগে ইন্টার-আমেরিকান মহাসড়কের ১৭২ ও ১৭৪ কিলোমিটার নামে পরিচিত এলাকার মাঝামাঝি দুর্ঘটনাটি ঘটে। এই এলাকাটি ঘন কুঁয়াশার জন্য কুখ্যাত। কুঁয়াশার জন্য এখানে চালকদের জন্য দৃশ্যমানতা অনেক কম থাকে।

সামাজিক মাধ্যমে দেশটির দমকল বাহিনীর শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, দুমড়েমুচড়ে যাওয়া বাসটি গিরিসঙ্কটে পড়ে আছে আর দমকল কর্মীরা হতাহতদের উদ্ধার করছেন।

ইন্টার-আমেরিকান মহাসড়ক প্যান-আমেরিকান মহাসড়ক ব্যবস্থার মধ্য আমেরিকান অংশ। এই অংশটি মেক্সিকোর নুয়েভো লারেডো থেকে পানামার পানামা সিটি পর্যন্ত বিস্তৃত। আর প্যান-আমেরিকান হাইওয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ জুড়ে বিস্তৃত একটি বিশাল সড়ক নেটওয়ার্ক, যা প্রায় ৩০,০০০ কিলোমিটার দীর্ঘ এবং বিশ্বের দীর্ঘতম গাড়ি চলাচলযোগ্য রাস্তা হিসেবে স্বীকৃত।

সম্প্রতি

আরও খবর