শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিপ্রো ভার্সনসহ বাংলাদেশে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

প্রো ভার্সনসহ বাংলাদেশে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র ১৫ সিরিজের প্রো ভার্সন এবার বাজারে আসছে। স্মার্টফোনের ব্যবহারকারীদের জন্য থাকছে ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট ‘এআই জিনি’।

এর সাহায্যে ব্যবহারকারীরা ফটোগ্রাফি থেকে শুরু করে প্রতিদিনের কাজগুলো করতে পারবেন অধিকতর দ্রুত ও স্মার্ট উপায়ে।

এতে থাকছে এআই স্মার্ট রিমোভার ২.০, যা ব্যবহারকারীদের সিংগেল ট্যাপে ডিস্ট্রাকশন দূর করতে সাহায্য করবে। পাশাপাশি কম আলোর ফটোতে ব্রাইটনেস ও শার্পনেস বাড়াতে থাকছে এআই নাইটস্কেপ এবং এআই পার্টি মোড কালার ফিচার।

সম্প্রতি

আরও খবর