মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিব্যবসায় এআই ইন্টিগ্রেশনে নতুন মাত্রা যোগ করতে এজেন্টফোর্স ৩৬০ আনল সেলসফোর্স

ব্যবসায় এআই ইন্টিগ্রেশনে নতুন মাত্রা যোগ করতে এজেন্টফোর্স ৩৬০ আনল সেলসফোর্স

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

সিআরএম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেলসফোর্স তাদের নতুন উদ্ভাবন ‘এজেন্টফোর্স ৩৬০’ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ড্রিমফোর্স ২০২৫ সম্মেলনে প্ল্যাটফর্মটি উন্মোচন করা হয়। এটি এন্টারপ্রাইজ পর্যায়ে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট তৈরি, নিয়ন্ত্রণ ও পরিচালনার একটি পূর্ণাঙ্গ সমাধান হিসেবে কাজ করবে। গ্রাহক ও কর্মীদের সঙ্গে সব ধরনের যোগাযোগে ধারাবাহিক ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা নিশ্চিত করতে এটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দ্রুত এআই প্রোটোটাইপ থেকে পূর্ণাঙ্গ এজেন্ট তৈরিতে সক্ষম হবে।

১২ হাজারের বেশি পূর্ববর্তী এজেন্টফোর্স বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে সেলসফোর্স নিয়ে এসেছে নতুন ‘এজেন্ট স্ক্রিপ্ট’ যা মানুষের পড়ার উপযোগী একটি স্ক্রিপ্টিং ভাষা। এটি টিমগুলোকে এজেন্টদের জটিল আচরণ বুঝতে সহায়তা করবে। এতে রয়েছে কন্ডিশনাল লজিক, গাইডেড কন্ট্রোল ও ওয়ার্কফ্লো হ্যান্ড-অফের মতো ফিচার। কনফিগারযোগ্য অ্যাটলাস রিজনিং ইঞ্জিনের সঙ্গে মিলে এজেন্ট স্ক্রিপ্ট বৃহৎ আকারের ভাষা মডেলগুলোর সৃজনশীলতা এবং কাঠামোবদ্ধ ব্যবসায়িক লজিকের মধ্যে কার্যকর ভারসাম্য রক্ষা করে। এজেন্টফোর্স ৩৬০ এর এই এজেন্ট স্ক্রিপ্ট এখন গুগল জেমিনি, ওপেন এআই ও অ্যানথ্রপিক সহ একাধিক মডেলে ব্যবহারযোগ্য।

প্ল্যাটফর্মটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো ‘এজেন্টফোর্স ভয়েস’, যা অত্যন্ত বাস্তব সম্মত, লো-লেটেন্সি ও ভয়েস কমান্ড গ্রহণ করে সল্যুশন প্রদান করে। এই এজেন্টরা শুধু লাইভ ট্রান্সক্রিপশন ধারণ করে রাখে না, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) রেকর্ড আপডেট, ওয়ার্কফ্লো ট্রিগার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) কলের মতো কাজও করতে পারে। এর মাধ্যমে এজেন্টরা সহজে মানুষের থেকে অসমাপ্ত কাজ বুঝে নিতে পারে। এই ফিচারগুলো সেলসফোর্স ও অ্যামাজন কানেক্ট, ফাইভ নাইন, নাইস ও ভোনেজের মতো শীর্ষস্থানীয় কন্টাক্ট সেন্টার প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে কাজ করে।

এজেন্টফোর্স বিল্ডার বিভিন্ন টিমকে একই ওয়ার্কস্পেসে এজেন্ট ডিজাইন ও টেস্ট আরও উন্নত করে গড়ে তোলার সুযোগ দিয়ে থাকে। এতে রয়েছে ডক-লাইক এডিটর, লো-কোড ক্যানভাস এবং স্ক্রিপ্টভিউ। এর এআই কোডিং পার্টনার ‘এজেন্টফোর্স ভাইবস’ প্রকল্পের ডেটার সমন্বয় করে করে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করে। অন্যদিকে, ডেটা ৩৬০ দ্বারা চালিত ‘ইন্টেলিজেন্ট কনটেক্সট’ অগোছালো কনটেন্ট- যেমন পিডিএফ, টেবিল, ইমেজ, ফ্লোচার্ট ইত্যাদিকে কার্যকর ডেটায় রূপান্তর করে, যাতে এজেন্টরা দ্রুত ও নির্ভুলভাবে ব্যবসার সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দিতে পারে।

সম্প্রতি

আরও খবর