লেনোভো পণ্যের বাংলাদেশি পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাজারে নিয়ে এসেছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের নতুন প্রজন্মের দুটি ল্যাপটপ (83HR006DIN 83HR006CIN)। ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ১৩তম জেনারেশনের ইন্টেল কোর আই৭-১৩৬২০এইচ প্রসেসর, যার গতি সর্বোচ্চ ৪.৯ গিগাহার্জ পর্যন্ত। রয়েছে ১৬জিবি/৩২জিবি ডিডিআর৫ ৫৬০ মেগাহার্জ র্যাম এবং ১ টেরাবাইট এসএসডি।
ল্যাপটপগুলোর ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের ১০০% ডিসিআই-পিথ্রি কালার গ্যামাট এবং টিইউভি লো ব্লু লাইট ফিচার চোখের সুরক্ষা বজায় রেখে দেবে প্রাণবন্ত রঙ ও স্পষ্ট ভিজ্যুয়াল। এছাড়াও ডিভাইসগুলোতে আছে ১০৮০পি প্রাইভেসি ক্যামেরা, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, ব্যাকলিট কীবোর্ড এবং উইন্ডোজ ১১ হোম।
এই সিরিজটি মিল-এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফায়েড, ফলে ধুলা, তাপমাত্রা বা কম্পনের মতো কঠিন পরিস্থিতিতেও এটি নির্বিঘ্নে কাজ করতে সক্ষম। ২ বছরের ওয়ারেন্টিসহ ১.৩৯ কেজি ওজনের এই ল্যাপটপগুলো পাওয়া যাবে লুনা গ্রে কালারে।



