ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা এখন সাংবাদিকতা এবং মানবাধিকার সুরক্ষার সাথে গভীরভাবে সম্পর্কিত। সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে সম্প্রতি মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ধারাবাহিকভাবে এই ধরনের কর্মশালার আয়োজন করে আসছে।
এই প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা তরুণ সাংবাদিক এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষার বিভিন্ন দিক, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ ব্রাউজিং ও যোগাযোগ, এনক্রিপশন, দুইধাপ বিশিষ্ট লগইন ব্যবস্থা, ডিজিটাল স্বাস্থ্যবিধি এবং প্রাইভেসি সচেতনতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহন করেন।
কর্মশালায় ডিজিটাল সুরক্ষার বিভিন্ন দিক উপস্থাপন করেন ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা। তিনি বলেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করছেন। তাই তথ্য সুরক্ষা ও সচেতন ডিজিটাল আচরণ তাদের কাজের নিরাপত্তা ও বিশ^াসযোগ্যতা বজায় রাখে। তিনি গণমাধ্যম কর্মী ও মানবাধিকারকর্মীদের অনলাইন ও ডিজিটাল সুরক্ষার বিভিন্ন বাধা ও সেগুলো উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ।।



