মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিই-ক্লাব ফ্যামিলি নাইটস উদযাপন

ই-ক্লাব ফ্যামিলি নাইটস উদযাপন

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

নিবন্ধিত উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম অন্ট্রাপ্রেনার্স ক্লাব অব বাংলাদেশের (ই-ক্লাব) ফ্যামিলি নাইটস সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। ই-ক্লাবের সদস্য, উদ্যোক্তা ও পরিবারকে নিয়ে এই মিলনমেলা ও আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন দেশের ৫০০ এর বেশি নিবন্ধিত সদস্য।

অনুষ্ঠানে ফ্যাশন র‌্যাম্প শো করেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বুলবুল টুম্পা ও তার টিম। আয়োজনটির টাইটেল স্পসর ছিলো স্কাইটেক সল্যুশন এবং পাওয়ার্ড বাই ইভেন্ট সিটি। এছাড়াও, প্লাটিনাম স্পনসর ইন্টেরিওর স্টুডিও, নেক্স রিয়েল এস্টেট ও আইফিক্স ফাস্ট।

আয়োজনে অনুষ্ঠানটির কনভেনর ফাহমিদা আহমেদ ও কো-কনভেনর আব্দুর রহমান নিপু ছাড়াও আরও উপস্থিত ছিলেন ই-ক্লাব প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মোঃ সোলাইমান আহমেদ জিসান, ডিরেক্টর এস এম মাহমুদ শারাফাত ও মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদ।

উল্লেখ্য, প্রায় ৭০০ নিবন্ধিত উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ‘ই-ক্লাব’ ২০১৭ সাল থেকে উদ্যোক্তাদের মাঝে কাজ করে আসছে। ক্লাবটি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, ব্র্যান্ডিং, মেন্টরশিপ, বিনিয়োগ, বিজনেস কনসালটেশন, মার্কেট এক্সপোজার, রিসার্চ ও পলিসি অ্যাডভোকেসি, নারী উদ্যোক্তা উন্নয়ন, ইয়ুথ লিডারশিপ, কর্পোরেট কোলাবোরেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, সোশ্যাল ইমপ্যাক্ট, গ্লোবাল কানেকশন ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপের মতো কার্যক্রম করে আসছে।

সম্প্রতি

আরও খবর