বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিঅপো’র ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

অপো’র ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

প্রযুক্তি ব্র্যান্ড অপো সম্প্রতি বাজারে আসা তাদের নতুন স্মার্টফোন অপো এ৬ এবং অপো এ৬এক্স এর সাথে দুই বছরের ওয়ারেন্টিসহ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এসেছে।

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে আইপি৬৯ আল্টিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, যা কঠিন পরিস্থিতিতে উচ্চস্তরের সুরক্ষা দেয়। ভারি কাজের সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটিতে সুপারকুল ভিসি সিস্টেম ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুটি কালারে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে অপো এ৬এক্স স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আইস ব্লু ও প্লাম পার্পল এই দুটি কালারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে ।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, অপো এ৬ ও এ৬এক্স, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি ও বর্ধিত দুই বছরের ওয়ারেন্টি নিয়ে এসেছে। এই উদ্যোগটি গুণগত মানের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং একইসাথে ও’ ফ্যানস কমিউনিটির প্রতি আমাদের গভীর নিষ্ঠার প্রতিফলন।

সম্প্রতি

আরও খবর