শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিচ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার

চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

চ্যাটজিপিটিতে বড় ধরনের সুবিধা যোগ করেছে ওপেনএআই। নতুন আপডেটের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা মূল চ্যাট স্ক্রিনে সরাসরি ভয়েস মোড ব্যবহার করতে পারবেন। ফলে আলাদা কোনো অপশন বা ইন্টারফেসে না গিয়েই একই জায়গা থেকে ভয়েস কমান্ড ও টেক্সট- দুভাবেই নির্দেশ দেওয়া যাবে।

ওপেনএআই জানায়, ব্যবহারকারীরা টেক্সট চ্যাটের মধ্যেই ভয়েস মোড সক্রিয় করতে পারবেন, একইভাবে ভয়েস কথোপকথনের সময় চাইলে টাইপ করেও তথ্য বা নির্দেশ পাঠানো যাবে। এর জন্য আর ম্যানুয়ালি মোড পরিবর্তনের প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানটি মনে করছে, এ পরিবর্তন বিশেষভাবে সহায়ক হবে তাদের জন্য যারা ফোন বা কম্পিউটারে অন্য কাজের পাশাপাশি চ্যাটজিপিটি ব্যবহার করেন এবং সব সময় টাইপ করা তাঁদের জন্য ঝামেলার হয়। এ সুবিধা ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে ওপেনএআই।

সম্প্রতি

আরও খবর