বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
হোমখবরবিজ্ঞান ও প্রযুক্তিইউটিউবে নতুন ফিচার ‘ইয়োর কাস্টম ফিড’

ইউটিউবে নতুন ফিচার ‘ইয়োর কাস্টম ফিড’

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

হোম ফিডে অপ্রাসঙ্গিক ভিডিওর ভিড় কমাতে ‘ইয়োর কাস্টম ফিড’ নামে নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা অভিযোগ করে আসছেন, প্ল্যাটফর্মের অ্যালগরিদম তাদের আগ্রহ ভুলভাবে চিহ্নিত করে, ফলে হোম ফিডে অনাকাক্ষিত ও পুনরাবৃত্ত ভিডিওর চাপ বাড়ে।

নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে যারা পাচ্ছেন, তারা হোম পেজে প্রচলিত ‘হোম’ ট্যাবের পাশে ‘ইয়োর কাস্টম ফিড’ অপশন দেখতে পাবেন। সেখানে ব্যবহারকারী নিজে পছন্দের বিষয় টাইপ করে প্রম্পট দিলে ইউটিউব সেই ধরনের ভিডিওকে অগ্রাধিকার দিয়ে প্রদর্শন করবে। এতে আর অ্যালগরিদমনির্ভর এলোমেলো রেকমেন্ডেশনের ওপর নির্ভর করতে হবে না।

কোম্পানির ধারণা, এ বিকল্পটি ‘নট ইন্টারেস্টেড’ বা ‘রেকমেন্ড চ্যানেল’ অপশনের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে ফিড সাজাতে সাহায্য করবে।

সম্প্রতি

আরও খবর