বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
হোমখবরমিডিয়াসাংবাদিকদের শুধু কলম নয়, ক্যামেরা ও কণ্ঠেও দক্ষ হতে হবে: কক্সবাজার কন্ঠর...

সাংবাদিকদের শুধু কলম নয়, ক্যামেরা ও কণ্ঠেও দক্ষ হতে হবে: কক্সবাজার কন্ঠর কর্মশালায় বক্তারা

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

সম্পর্কিত সংবাদ

কক্সবাজারে অনুষ্ঠিত মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, বর্তমান যুগে সাংবাদিকদের শুধু কলম নয়, ক্যামেরা ও কণ্ঠ ব্যবহারেও সমানভাবে দক্ষ হতে হবে। কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় ‘কক্সবাজার কণ্ঠ’-এর মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মোহাম্মদ আল মারুফ। তিনি বলেন, “সাংবাদিকতা কোনো লাভজনক পেশা নয়। এটি একটি দায়িত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ক্ষেত্র। সাংবাদিকদের উচিত সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে নিজেদের গড়ে তোলা।”

মোট ৩২ জন মাল্টিমিডিয়া সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার কণ্ঠ’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পোর্টালটির সম্পাদক ও প্রকাশক জসীম উদ্দিন ছিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি এম. আর. মাহবুব এবং লেফটেন্যান্ট এস. এম. ইনতিসার ইনজামাম প্রমুখ।

সম্প্রতি

আরও খবর