মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরজাতীয়বাংলাদেশ–পাকিস্তান সহযোগিতা বাড়াতে আলোচনায় সাহির শামশাদ মির্জা ও প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশ–পাকিস্তান সহযোগিতা বাড়াতে আলোচনায় সাহির শামশাদ মির্জা ও প্রধান উপদেষ্টা ইউনূস

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

জেনারেল মির্জা বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তিনি দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধনকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন এবং বলেন, “আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে।”

বৈঠকে তিনি করাচি ও চট্টগ্রামের মধ্যে শুরু হওয়া দ্বিপক্ষীয় নৌ চলাচল এবং শিগগিরই চালু হতে যাওয়া ঢাকা–করাচি বিমান রুটের বিষয়টিও তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনায় উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি রাষ্ট্রবহির্ভূত পক্ষের মাধ্যমে ভুল তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারজনিত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বিশ্বব্যাপী বিশৃঙ্খলা তৈরি করছে। এই সমস্যার মোকাবেলায় বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

সম্প্রতি

আরও খবর