ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১০৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের মঙ্গলবার,(২৮ অক্টোবর ২০২৫) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৪৬৪ জন। চিকিৎসাধীন অবস্থায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, ঢাকা বিভাগে ২০৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন আক্রান্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আক্রান্তদের মধ্যে ৫ বছরের শিশু ৫০টি, ৬-১০ বছরের শিশু ৪৫টি, ১১-১৫ বছরের ৬০ জন, ১৬-২০ বছরের ১০৯ জন, ২১-২৫ বছরের ১৫৬ জন, ২৬-৩০ বছরের ১৬০ জন, ৭৬-৮০ বছরের ৩ জন এবং ৮০ বছরের ঊর্ধ্বে ৪ জন রয়েছে।



