বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরজাতীয়দেশ কোন পথে যাবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর: সিইসি

দেশ কোন পথে যাবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর: সিইসি

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ এখন এক গভীর সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। জাতি হিসেবে আমরা কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কীভাবে হাঁটব, সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।’

সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) ঢাকার ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মাঠে আয়োজিত ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভোট কেন্দ্র নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শুধু রাজনৈতিক দলের জন্য নয়, গোটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি রাজনৈতিক দলগুলো প্রত্যাশিত সহযোগিতা না করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কেন্দ্র ভরিয়ে ফেললেও যথেষ্ট হবে না।’

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, আগামীর নির্বাচনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় মূল শক্তি হলো আনসার বাহিনী। তারা প্রশিক্ষিত এবং সংখ্যায় সবচেয়ে বড় বাহিনী। আগামী নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভূমিকাই নির্ধারণ করবে নির্বাচনের সাফল্য।’

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, আগামী জাতীয় নির্বাচনে অন্তত ৫ লাখ ৪৫ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

সিইসি জানান, এবার যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন যেমনÑ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরও ভোট দেয়ার সুযোগ দেয়া হবে। তিনি বলেন, ‘আগামী ১৬ নভেম্বর একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। রেজিস্ট্রেশন করলে বাড়ির ঠিকানায় ব্যালট পাঠানো হবে, সেখান থেকে ভোট দেয়া যাবে। এমনকি কারাবন্দী ও প্রবাসী ভোটারদের জন্যও ভোটের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

নিজের দায়িত্ব প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমি এই দায়িত্বকে চাকরি হিসেবে নেইনি। এটা আমার কাছে এক মিশন, এক চ্যালেঞ্জ। সংকটময় সময়ে আমাদের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে- ভোটার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক, একটি প্রত্যাশিত ও সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি।’

সিইসি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে সত্যতা যাচাই করুন। গুজব রোধে নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল খোলা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করে যাচাই করা যাবে।’

সম্প্রতি

আরও খবর