মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরজাতীয়সাঁওতাল হত্যা দিবস: তিন হত্যার বিচার দাবি, সাঁওতালদের বিক্ষোভ

সাঁওতাল হত্যা দিবস: তিন হত্যার বিচার দাবি, সাঁওতালদের বিক্ষোভ

প্রতিনিধি, গাইবান্ধা

সম্পর্কিত সংবাদ

সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের সিন্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলানায়তনে আলোচনা সভা করে তারা।

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, কাপেং ফাউন্ডেশন এএলআরডি, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৬ সালে আদিবাসী সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়, পুলিশের গুলিতে নিহত হয় তিনজন। সাঁওতালরা মামলা করলেও ৯ বছরেও তারা তাদের নাগরিক অধিকার পায়নি। সাঁওতাল হত্যার পর তাদের দায়ের করা মামলার চার্জশিট দেয়া হয়নি। তারা বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের সিন্ধান্ত বাতিল করতে হবে।

ফিলিমন বাস্কের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ এএলআরডির প্রধান নির্বাহী শামসুল হুদা, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু ও বাংলাদেশ যুব আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক টনি চিরান সাংমা, বাসদ নেতা জয়নাল আবেদীন, আদিবাসী নেতা খোকন সুইটেন মুরমু, বিটিশ সরেন, অঞ্জলি মুরমু, সুচিত্রা মুরমু, মমতা হেমব্রোম, শিউলি মার্ডি, অ্যাডভোকেট রফিক সিরাজি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামানিক, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী সাগর, অ্যাডভোকেট ফারুক কবীর, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজি আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

সম্প্রতি

আরও খবর