সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরজাতীয়ভারতকে চিঠি দেবে সরকার

ভারতকে চিঠি দেবে সরকার

কূটনৈতিক বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেয়া হবে। সোমবার,(১৭ নভেম্বর ২০২৫) রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেয়া হবে। আজ (সোমবার) রাতে বা কাল (মঙ্গলবার) সকালে এই চিঠি যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেয়া হয়েছিল, সেই চিঠির জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি আরেক রকম। এখন শাস্তি দেয়া হয়েছে। তাদের (ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব।

বন্দী বিনিময় চুক্তিতে কোনো ফাঁকফোকর আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইনি ফাঁক আছে কিনা, আমি বলতে পারবো না, এটা আইন বিশেষজ্ঞরা বলবেন। যারা আইন নিয়ে কাজ করেন, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন।

হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর প্রক্রিয়া কী হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তাদের মিশনে দেয়া হতে পারে। আবার ভারতে আমাদের মিশন থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হতে পারে।

নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হতে পারে। বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা হাসিনাকে ফেরত চাইবেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তার বিষয়। তিনি চাইলে বিষয়টি ওঠাতে পারেন। আমি এ নিয়ে বলতে চাই না।

হাসিনাকে ফেরত না দিলে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটা তখন দেখা যাবে। এটা নিয়ে অনুমান নির্ভর কিছু বলা ঠিক হবে না।

সম্প্রতি

আরও খবর