মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরজাতীয়নবম গ্রেডে বেতন নির্ধারণসহ চার দাবিতে ‘শিক্ষা ভবন’ চত্বরে অবস্থান কর্মসূচি মাধ্যমিক...

নবম গ্রেডে বেতন নির্ধারণসহ চার দাবিতে ‘শিক্ষা ভবন’ চত্বরে অবস্থান কর্মসূচি মাধ্যমিক শিক্ষকদের

নিজস্ব বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

দশম গ্রেড থেকে নবম গ্রেডে বেতন নির্ধারণ ও দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কার্যালয় ‘শিক্ষা ভবন’ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

তারা দাবি বাস্তবায়নে সরকারকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তা না হলে আগামী সোমবার থেকে বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বর্জন করে সাত শতাধিক সরকারি স্কুলে ‘শাটডাউন’ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার, (২৭ নভেম্বর ২০২৫) সকাল থেকে দেশের বিভিন্ন সরকারি স্কুল থেকে আসা শিক্ষকরা ‘সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির’ ব্যানারে রাজধানীর আব্দুল গণি রোডে শিক্ষা ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

মাউশির তথ্য অনুযায়ী, দেশে ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেন, পদোন্নতি যোগ্য একটি মাত্র পদ থাকায় সহকারী শিক্ষকরা দীর্ঘদিন পদোন্নতি পাচ্ছেন না। বর্তমান বাস্তবতায় দশম গ্রেডে বেতনে শিক্ষকরা হিমশিম খাচ্ছেন।

তিনি ‘সহকারী শিক্ষক’ পদটি নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গ্রেজেট প্রকাশের দাবি জানিয়ে বলেন, ‘এ অধিদপ্তর গঠন করে শিক্ষকদের পদগুলো ক্যাডারভুক্ত করলে আমরা অন্যান্য প্রশাসনিক পদে পদান্নতির সুযোগ পাবো।’

শিক্ষকদের বাকি দাবিগুলো হলো- বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ৩ কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেয়া এবং ২০১৫ সালের আগের মত সহকারী শিক্ষকদের ৩/২টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা।

শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেন, রোববারের (আগামী) মধ্যে চার দফা দাবি আদায় না হলে সোমবার (১ ডিসেম্বর)) থেকে চলমান বার্ষিক পরীক্ষা, ভর্তি কার্যক্রমসহ সকল ধরনের কার্যক্রম বর্জন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে।

সম্প্রতি

আরও খবর