শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরজাতীয়ডেঙ্গু: আরও ৫৬৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

ডেঙ্গু: আরও ৫৬৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ডেঙ্গুতে আরও ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৫ হাজার ৫৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ৩৮৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ২ জন মারা গেছে।

হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ৫ বছর বয়সের ৩৬ জন, ৬-১০ বছর বয়সের ২৬ জন, ১১-১৫ বছর বয়সের ৩১ জন, ১৬-২০ বছর বয়সের ৬২ জন, ২১-২৫ বছর বয়সের ৮০ জন, ২৬-৩০ বছর বয়সের ৬২ জন, ৩১-৩৫ বছর বয়সের ৬৮ জন, ৭৬-৮০ বছর বয়সের ৫ জন এবং ৮০ বছর বয়সের ১ জন রয়েছে। এখনও রাজধানীসহ সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে ১ হাজার ৯শ’ ৯৫ জন।

কীটতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এ বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত ডেঙ্গুর বিস্তার থাকবে। বর্তমান তাপমাত্রা ও আদ্রতা ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ও বংশ বিস্তারের জন্য উপযোগী। এরপর এডিস মশার উপদ্রব কিছুটা কমতে পারে। আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসের দিকে আবারও ডেঙ্গু বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

সম্প্রতি

আরও খবর